ভিভো ভারতে নতুন স্মার্টফোন Vivo V50 5G লঞ্চ করে দিয়েছে।
Vivo V50 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।
লেটেস্ট ভিভো ভি50 ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM + 128GB – ₹34,999 8GB RAM + 256GB – ₹36,999 12GB RAM + 512GB – ₹40,999
নতুন ভিভো ফোনটি ভারেত 25 ফেব্রুয়ারি থেকে Flipkart, Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বিক্রি করা হবে।
ভিভো ভি50 ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।
ভিভো ভি50 ফোনে কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ভিভো ভি50 ফোনে Carl Zeiss লেন্স দেওয়া। এই 5G ফোনে তিনটি ক্যামেরা দেওয়া, তিনটি সেন্সর 50MP এর দেওয়া। ফ্রন্টে 50MP সেলফি সেন্সর রয়েছে, যা Auto Focus ফিচার সহ আসে।