জিওকে প্রতিযোগিতায় ফেলতে এবার এয়ারটেল নিয়ে এল একটি নতুন অফার, মাত্র Rs. 298 এ দিচ্ছে 84GB ডাটা

HIGHLIGHTS

এর সঙ্গে এয়ারটেল আরও একটি প্ল্যান নিয়ে এসছে যার দাম Rs. 499

জিওকে প্রতিযোগিতায় ফেলতে এবার এয়ারটেল নিয়ে এল একটি নতুন অফার, মাত্র Rs. 298 এ দিচ্ছে 84GB ডাটা

আরও একবার সামনা সামনি প্রতিযোগিতায় এয়ারটেল আর জিও। আসলে জিও এবার তাদের গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। এই অফারে Rs. 399 এ 84 দিনের জন্য 84GB 4G ডাটা পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এবার এই অফারটিকে প্রতিযোগিতায় ফেলার জন্য এয়ারটেলও বাজারে তাদের প্রিপেড গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। এই অফারটির দাম Rs. 293 আর এতে কোম্পানি 84GB 4G ডাটা 84 দিনের জন্য দিচ্ছে। এই অফারে অবশ্য শুধু এয়ারটেল নেটওয়ার্কেই ফ্রি কল করা যাবে।

এর সঙ্গে এয়ারটেল আরও একটি প্ল্যান এনেছে। এই প্ল্যানের দাম Rs. 499 আর এতেও 84 দিনের জন্য 84GB ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যান দুটি নতুন গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি তারাই পাবেন যারা এয়ারটেলের নতুন সিম নিয়েছেন।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo