চাঁদের কক্ষপথে পৌঁছাল ভারতের চন্দ্রযান 2, সফল উৎক্ষেপণ

চাঁদের কক্ষপথে পৌঁছাল ভারতের চন্দ্রযান 2, সফল উৎক্ষেপণ
HIGHLIGHTS

সফল উৎক্ষেপণ চন্দ্রযান 2 য়ের

লাইভ টেলিকাস্ট দেখলেন প্রধানমন্ত্রীও

অবশেষে আজ ভারতের স্বপ্ন সফল হল , ভারতের মহাকাশ গবেষনা কেন্দ্র ইসরো তাদের চন্দ্রযান 2 আজ সফল ভাবে উৎক্ষেপণ করেছে। এর আগে এই চন্দ্রযান উৎক্ষেপণের সময়ে তা থমকে গেছিল। আর আজকে দুপুর দুটি 43 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষনা কেন্দের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশ্যে পারি দিয়েছে ভারতের চন্দ্রাযান 2.

চন্দ্রযান সফল ভাবে উৎক্ষেপণ হওয়ার জন্য ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎক্ষেপণের লাইভ টেলিকাস্ট দেখেন তিনি।

এর আগে প্রযুক্তি গত ত্রুটির কারনে চন্দ্রযান উৎক্ষেপণ করেননি বিজ্ঞানীরা। আর এবার ইসরো জানায় যে প্রস্তুতি পর্বে আর কোন ত্রুটি ধরা পড়েনি। সব কিছু ঠিক ভাবে হয়েছে। আর তাই সফল ভাবে চাঁদের উদ্দেশ্যে পারি দিয়েছে চন্দ্রযান 2।

প্রথম পর্যায় সফল এই উৎক্ষেপণ।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo