Top Smartphone Discount under 10000 on Amazon India
Smartphone Discount under 10000: আপনি যদি 10,000 টাকার কম বাজেটে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সুবর্ণ সুযোগ। অনলাইন শপিং সাইট Amazon-এ স্মার্টফোনে ডিল অফ দ্য উইকে দুর্দান্ত ফিচার সহ 10 হাজারের কমে পাওয়ারফুল ফোন কিনতে পারবেন। এই সেল গ্রাহকরা মাত্র 7499 টাকায় ফোন কিনতে পারবেন। ছাড়ের পাশাপাশি, অ্যামাজনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে ক্যাশব্যাক অফার।
শুধু তাই নয় সেলে এই ফোনগুলি গ্রাহকরাEMI অপশনেও কিনতে পারবেন। এছাড়া আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ডিভাইসে মোটা ছাড় পাবেন। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্টফোনে কত টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: Realme GT 6 India Launch: ভারতে এই দিন লঞ্চ হবে রিয়েলমির ফ্ল্যাগশিপ কিলার ফোন, জানুন কী থাকবে বিশেষ
অ্যামাজনের টপ ডিলে এই ফোনটি 10,499 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। তবে গ্রাহকরা SBI কার্ড এবং ICICI কার্ড পেমেন্ট এই ফোনে 1000 টাকার ছাড় দেওয়া হবে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এই ফোনটি 10,000 টাকার কমে আপনার হতে পারে। ছাড়ের পর ফোনটি 9499 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনে এক্সচেঞ্জ অফারে 9900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এক্সচেঞ্জ বোনস আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই ফোনটি অ্যামাজন সাইটে 9999 টাকায় বিক্রি হচ্ছে। তবে কোম্পানি এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা ICICI কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া গ্রাহকরা 9450 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ফোনে অবস্থার উপর নির্ভর করবে।
অনলাইনে অ্যামাজন সাইটে এই ফোনটি 4GB RAM এবং 256GB স্টোরেজ সহ 7,499 টাকায় লিস্ট করা। তবে HDFC Bank কার্ড পেমেন্টে এই ফোনে 750 টাকার ছাড় পেতে পারেন। ছাড়ের পর এই ফোনটি মাত্র 6,749 টাকায় কেনা যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে এই ফোনে 7100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: মনখুলে দেখুন ICC T20 বিশ্বকাপ 2024 ম্যাচ! Jio এর সস্তা প্ল্যানে রয়েছে 50GB ডেটা