Moto G67 Power 5G with massive 7000mAh Battery phone first sale 12 November
Motorola আগামীকাল 5 নভেম্বর ভারতে তার বাজেট স্মার্টফোন Moto G67 Power 5G লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই আপকামিং মোটো জি67 পাওয়ার ফোনটি Flipkart সাইটে লিস্ট করা হয়েছে। এখান থেকে আপকামিং মোটো ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ হয়েছে। নতুন মোটো জি67 পাওয়ার ফোনটি 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং মিলিট্রি গ্রেড 810H প্রোটেকশন সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি67 পাওয়ার ফোনটি কোন কোন স্পেসিফিকেশন থাকবে।
লঞ্চের কথা বললে, মোটো জি67 পাওয়ার ফোনটি ভারতে আগামীকাল 5 নভেম্বর দুপুর 12টায় লঞ্চ হবে। ফ্লিপকার্ট লিস্টিং থেকে বোঝাই যাচ্ছে যে নতুন মোটোরোলা ফোনের বিক্রি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে করা হবে।
মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইটে লিস্টিং অনুযায়ী, মোটো জি67 পাওয়ার ফোনটি 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ সহ আসবে। কোম্পানি এই ফোনকে তিনটি কালার অপশনে আনবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোনে দেদার ছাড়, জানুন কত টাকা হল সস্তা
সম্প্রতি ফ্লিপকার্ট মাইক্রোসাইট থেকে নিশ্চিত করা হয়েছে যে ফোনটি এই ই-কমার্স সাইট থেকে বিক্রি করা হবে। কিন্তু মোটোরোলা ওয়েবসাইট লিস্টিং থেকে জানা গেছে যে মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে বিক্রি হবে।
মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট অনুযায়ী, মোটো জি67 পাওয়ার 5জি ফোনটি Android 15 এর সাথে আসবে। এটি ডুয়াল SIM সাপোর্ট করবে। এতে 6.7- ইঞ্চি LCD ফুল HD+ (1080×2400 পিক্সেল) ডিসপ্লে হবে। এতে 120Hz রিফ্রেশ রেট, স্ক্রিন HDR10+ সাপোর্ট করবে। ফোনে MIL-810H গ্রেড ড্রপ প্রোটেকশন এবং IP64 ডাস্ট এবং জল থেকে সুরক্ষিত রাখবে।
প্রসেসর হিসেবে মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে Qualcomm এর অক্টা-কোর 4nm Snapdragon 7s Gen 2 চিপসেট, যার সাথে থাকবে Adreno GPU, 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। এটি RAM বুস্টের মাধ্যমে 24GB পর্যন্ত RAM পাওয়া যাবে। কোম্পানি একটি OS আপডেট এবং তিন বছরের নিরাপত্তা প্যাচের দাবি করে।
ফটোগ্রাফির জন্য, মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে থাকবে 50-মেগাপিক্সেল (f/1.8) Sony LYT-600 প্রধান সেন্সর, একটি 8-মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ‘টু-ইন-ওয়ান ফ্লিকার’ ক্যামেরা। ফ্রন্টে হোল-পাঞ্চের ভিতরে একটি 32-মেগাপিক্সেল (f/2.2) সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ক্যামেরাটি ডুয়াল ক্যাপচার, টাইমল্যাপস, স্লো মোশন এবং অডিও জুম সাপোর্ট করবে। ফোনটি 30fps এ ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।
এতে স্টেরিও স্পিকার থাকবে যা ডলবি অ্যাটমস এবং গুগলের জেমিনি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।
কানেক্টিভিটির বিকল্পগুলির মধ্যে 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS, GLONASS, গ্যালিলিও, QZSS এবং Beidou থাকবে। ফোনটি 30W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি থাকবে।
আরও পড়ুন: SIM এক্টিভ রাখতে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, কলিং, ডেটা সহ মিলবে SMS সুবিধা