ভারতে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এখানে যেমন হাই কোয়ালিটি পারফরমেন্স মিলবে তেমনই মাল্টি টাস্ক করা যাবে, সঙ্গে ক্রিয়েটিভ কাজও। এই ল্যাপটপের ইউএসপি কী জানেন? এটির প্রাইমারি ডিসপ্লেতে আছে 21:10 এর আল্ট্রা ওয়াইড অ্যাসপেক্ট রেশিও। অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লেটি কিবোর্ডের ঠিক পাশেই একটি বিল্ট ইন ট্যাবলেটের মতো আছে। ফলে গ্রাহকরা এখানে ডুয়াল স্ক্রিন পেয়ে যাবেন। বর্তমানে এই ল্যাপটপটি ভারতে কেনা যাচ্ছে।
Lenovo Thinkbook Plus Gen 3 ল্যাপটপটি কেনা যাচ্ছে এখন ভারতে। এটি যাঁরা কিনতে চান তাঁরা Lenovo -এর যে অফিসিয়াল স্টোর আছে সেখান থেকে গিয়ে কিনতে পারেন। এছাড়া থার্ড পার্টি অফলাইন রিটেল আউটলেট থেকেও এটিকে কেনা যাবে। তবে এটি অনলাইনে বা অন্যান্য E-commerce সাইটে কেনা যাবে কিনা সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। ভারতে এই ল্যাপটপের দাম রাখা হয়েছে 1,94,990 টাকা।
এখানে একটি 17.3 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে আছে। যেখানে আছে 21:10 অ্যাসপেক্ট রেশিও। এখানে 3K রেজোলিউশন মিলবে, সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট, 3072X1440 পিক্সেল, DCI P3 কালার গ্যামুট এর 99% কভারেজ, ইত্যাদি সহ। এখানে আছে 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। সঙ্গে মিলবে একটি 8 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে যা কিবোর্ডের ডানদিকে আছে। দেখতে অনেকটা ল্যাপটপের মধ্যে ঢোকানো ট্যাবলেট মনে হবে। এখানে আছে HD+ রেজোলিউশন সহ 60 HZ রিফ্রেশ রেট, 800X1280 পিক্সেল, 350 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস, টাচ ইনপুট, ইত্যাদি।
এছাড়া এই ল্যাপটপে আছে 12th Gen Intel Core i7 প্রসেসর। এখানে 17 কোর এবং 20 টা থ্রেড আছে। এছাড়া এই প্রসেসরে 24 MB ক্যাশে মেমোরি রয়েছে। 16 GB RAM আছে। সঙ্গে 1 TB ইন্টারনাল স্টোরেজ। এখানে Intel Iris XE গ্রাফিক্স প্রসেসর আছে। এছাড়া 2 টি স্টিরিও স্পিকার আছে Dolby Atmos -এর সাপোর্ট সহ। সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত পাওয়ার বাটন এবং full HD ভিডিও কলিং ওয়েবক্যাম। এখানে 69 Wh ব্যাটারি আছে যা HD তে একটানা 8.4 ঘণ্টা ভিডিও দেখতে দেবে।