আকর্ষণীয় লুকের ডুয়াল ডিসপ্লে নিয়ে Lenovo Thinkbook Plus Gen 3 লঞ্চ করল দেশে, দাম কত জানেন?

Subhasmita Kanji দ্বারা | পাবলিশড অন 21 Feb 2023 19:04 IST
HIGHLIGHTS
  • Lenovo Thinkbook Plus Gen 3 ল্যাপটপে আছে ডুয়াল ডিসপ্লে সহ একটি Stylus

  • এখানে 12th Gen Intel Core i7 প্রসেসর আছে, সঙ্গে মিলবে 1TB ইন্টারনাল স্টোরেজ

  • এই ল্যাপটপের সঙ্গে যে স্টাইলাস দেওয়া হয়েছে সেটি প্যান্টন ডিজিটাল কালার দ্বারা সার্টিফায়েড

আকর্ষণীয় লুকের ডুয়াল ডিসপ্লে নিয়ে Lenovo Thinkbook Plus Gen 3 লঞ্চ করল দেশে, দাম কত জানেন?
Image: The Verge

ভারতে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এখানে যেমন হাই কোয়ালিটি পারফরমেন্স মিলবে তেমনই মাল্টি টাস্ক করা যাবে, সঙ্গে ক্রিয়েটিভ কাজও। এই ল্যাপটপের ইউএসপি কী জানেন? এটির প্রাইমারি ডিসপ্লেতে আছে 21:10 এর আল্ট্রা ওয়াইড অ্যাসপেক্ট রেশিও। অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লেটি কিবোর্ডের ঠিক পাশেই একটি বিল্ট ইন ট্যাবলেটের মতো আছে। ফলে গ্রাহকরা এখানে ডুয়াল স্ক্রিন পেয়ে যাবেন। বর্তমানে এই ল্যাপটপটি ভারতে কেনা যাচ্ছে। 

ভারতে কত দাম রাখা হয়েছে এটির? 

Lenovo Thinkbook Plus Gen 3 ল্যাপটপটি কেনা যাচ্ছে এখন ভারতে। এটি যাঁরা কিনতে চান তাঁরা Lenovo -এর যে অফিসিয়াল স্টোর আছে সেখান থেকে গিয়ে কিনতে পারেন। এছাড়া থার্ড পার্টি অফলাইন রিটেল আউটলেট থেকেও এটিকে কেনা যাবে। তবে এটি অনলাইনে বা অন্যান্য E-commerce সাইটে কেনা যাবে কিনা সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। ভারতে এই ল্যাপটপের দাম রাখা হয়েছে 1,94,990 টাকা। 

কী কী ফিচার আছে এই ল্যাপটপে? 

এখানে একটি 17.3 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে আছে। যেখানে আছে 21:10 অ্যাসপেক্ট রেশিও। এখানে 3K রেজোলিউশন মিলবে, সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট, 3072X1440 পিক্সেল, DCI P3 কালার গ্যামুট এর 99% কভারেজ, ইত্যাদি সহ। এখানে আছে 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। সঙ্গে মিলবে একটি 8 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে যা কিবোর্ডের ডানদিকে আছে। দেখতে অনেকটা ল্যাপটপের মধ্যে ঢোকানো ট্যাবলেট মনে হবে। এখানে আছে HD+ রেজোলিউশন সহ 60 HZ রিফ্রেশ রেট, 800X1280 পিক্সেল, 350 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস, টাচ ইনপুট, ইত্যাদি।

Lenovo  Thinkbook plus Gen 3

এছাড়া এই ল্যাপটপে আছে 12th Gen Intel Core i7 প্রসেসর। এখানে 17 কোর এবং 20 টা থ্রেড আছে। এছাড়া এই প্রসেসরে 24 MB ক্যাশে মেমোরি রয়েছে। 16 GB RAM আছে। সঙ্গে 1 TB ইন্টারনাল স্টোরেজ। এখানে Intel Iris XE গ্রাফিক্স প্রসেসর আছে। এছাড়া 2 টি স্টিরিও স্পিকার আছে Dolby Atmos -এর সাপোর্ট সহ। সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত পাওয়ার বাটন এবং full HD ভিডিও কলিং ওয়েবক্যাম। এখানে 69 Wh ব্যাটারি আছে যা HD তে একটানা 8.4 ঘণ্টা ভিডিও দেখতে দেবে।

Subhasmita Kanji
Subhasmita Kanji

Email Email Subhasmita Kanji

Follow Us Facebook Logo

About Me: I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. Read More

WEB TITLE

Lenovo Thinkbook Plus Gen 3 laptop launched in India with dual display

Advertisements

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

VISUAL STORY ভিউ অল