11 লাখ PAN Card বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার কার্ডও এতে নেই তো এভাবে চেক করুন

HIGHLIGHTS

আসলে নিয়ম অনুসারে একজনের কাছে একটি প্যান কার্ডই থাকার কথা

11 লাখ PAN Card বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার কার্ডও এতে নেই তো এভাবে চেক করুন

অর্থমন্ত্রী সন্তোষ কুমার গাংগওয়ার জানিয়েছেন যে, প্রায় 11.44 লাখ এর বেশি প্যান কার্ড হয় বন্ধ করে দেওয়া হয়েছে আর নয়ত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্যান কার্ড বন্ধ করার কারন

আসলে নিয়ম অনুসারে একজনের কাছে একটি প্যান কার্ডই থাকার কথা। প্রায় 11.44 লাখ এর বেশি প্যান কার্ড বন্ধ করার এটাই কারন। এর সঙ্গে এও বলে রাখি যে, আধারকেও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক ক্রানোর কথা বলা হচ্ছে। সময় থাকতে যদি তা না করা হয় তাহলেও কার্ড বন্ধ হয়ে যেতে পারে।

আপনি এভাবে জানতে পারবেন যে আপনার প্যান কার্ড অ্যাক্টিভেট আছে কিনা

আপনার যদি মনে হয় যে, আপনার প্যান কার্ডও এই তালিকায় আছে কিনা তা আপনি জানতে চান তবে আপনি এই টেস্টের মাধ্যমে জানতে পারেন, যে আপনার প্যানকার্ড চলছে কিনা।

১। সবার আগে আপনাকে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে। সাইটে 'Know Your Pan ' অপশনে ক্লিক করুন। এই অপশানটি ক্লিক করার পরে একটি নতুন উইন্ডো আপনার জন্য খুলে যাবে, যেখানে একটি ফর্ম দেওয়া হবে।

২। এবার আপনি ফর্মে মিডেল নেম, সারনেম আর ফার্স্ট নেম দিন। এটি প্যান কার্ডে দেওয়া তথ্যর মতন করেই দিন। প্যান কার্ডে থাকা জন্ম তারিখ দিন। এর পরে আপনার মোবাইল নম্বর দিন।

৩। এবার আপনি আপনার মোবাইল নম্বরে একটি কোড পাবেন। কোডকে নতুন উইন্ডোতে দেওয়া অপশানে দিন আর এর পরে ভ্যালিডে ক্লিক করুন।

৪। এবার আপনি আপান্র প্যান কার্ডের স্ট্যাটাস জেনে যাবেন।

সোর্সঃ ইমেজ সোর্স

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo