Accelerate all you do
Get more done with limited-time deals on small business tech.
বহু প্রতীক্ষার পর গত সপ্তাহে ১৪ই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে লঞ্চ হয়েছিল OnePlus 8 ও OnePlus 8 Pro। অনেক নতুন নতুন ফিচার্স রয়েছে OnePlus 8 series-এ। লঞ্চ এর আগেই ফোন দুটির অনেক ফিচার্স ও তথ্য় জানিয়েছিলেন OnePlus CEO পিট লাও। ফোন এর একটি বিশেষ ফিচর হল wireless charging-এর সুবিধা থাকছে OnePlus 8 Pro তেই। এই প্রথম wireless charging নিয়ে আসছে OnePlus।
সম্প্রতি ভারতে কোম্পানির নতুন দুই ফ্ল্যাগশিপের দাম ঘোষণা করেছে OnePlus। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটা কম ভারতে এই দুই ফোন পাওয়া যাবে।
ভারতে OnePlus 8 ও OnePlus 8 Pro-র দাম
OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন পাওয়া যাবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 44,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে OnePlus 8-এর দাম 49,999 টাকা। অনলাইন ও অফলাইনে শেষ দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে।
ভারতে OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 59,999 টাকা খরচ হবে। Amazon.in ও অফলাইন স্টোর থেকে এই দুই ফোন কেনা যাবে।
OnePlus 8 Pro স্পেসিফিকেশন
OnePlus 8 Pro তে থাকছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র ওজন 199 গ্রাম।
OnePlus 8 স্পেসিফিকেশন
OnePlus 8 Pro-র মতোই OnePlus 8 তেও ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি থাকছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং. OnePlus 8-এর ওজন 180 গ্রাম।
বাজারে এল Samsung Galaxy A32 4G, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা
26 Feb 2021
আপনার Facebook Profile কে লুকিয়ে দেখছে, জানতে চান? জেনে নিন সহজ উপায়
25 Feb 2021
Vodafone idea-র 148 টাকার প্রিপেইড প্ল্যান সুবিধা এখন সারা দেশে, আনলিমিটেড কলিং এবং ডেটা পাওয়া যায়
25 Feb 2021
Xiaomi-র নতুন Mi Band 6 ভারতে শীঘ্রই হবে লঞ্চ, থাকতে পারে এই দুর্দান্ত ফিচার
25 Feb 2021
Jio, Airtel, Vi এবং BSNL-এর 50 টাকার কম দামে আসে এই প্রিপেইড প্ল্যান
25 Feb 2021