Accelerate all you do
Get more done with limited-time deals on small business tech.
ওয়ানপ্লাস তাদের নিজেদের 3T স্মার্টফোনের ব্ল্যাক ভেরিয়ান্ট লঞ্চ করে দিয়েছে. এই ফোনটি ভারতে 31মার্চ বিকেল 4টেতে পাওয়া যাবে. এই স্মার্টফোনের দাম Rs.34,999 করা হয়েছে. এই হ্যান্ডসেটটি এরকম প্রথম লঞ্চ হওয়া 3T Colette এর প্রথম অ্যাডিশনের মতনই.
কোম্পানির তরফে বলা হয়েছে যে, এই ফোনটি লিমিটেড সংখ্যায় পাওয়া যাবে. কিন্তু কোম্পানির তরফে জানানো হয়নি যে কোম্পানি এই ফোনটি কত ইউনিট সেলের জন্য রাখবে. কোম্পানি তাদের এই ব্ল্যাক ভেরিয়ান্ট এর অপর একবছর ধরে কাজ করছিল.
আরো দেখুন: এবার ডেক্সটপেও পাবেন ফেসবুক লাইভের সুবিধা
এই ডিভাইসের ফিচার এবং স্পেসিফিকেশন প্রথম ভেরিয়েন্টএর মতনই. এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফল HD ডিসপ্লে আছে. এতে 6GB র্যামের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 চিপস্টেক আছে. এর লিমিটেড এডিশন স্মার্টফোন শুধু 128GB ভেরিয়ান্ট এ পাওয়া যাবে.
এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে. এই স্মার্টফোনটি 3400mAh ব্যাটারি যুক্ত, এই স্মার্টফোনটি 24মার্চ থেকে গ্লোবালি পাওয়া যাবে. সেখানে ভারতে এই ফোনটি 31মার্চ বিকেল 4টে থেকে পাওয়া যাবে. এই স্মার্টফোন এর দাম Rs. 34,999.
বাজারে এল Samsung Galaxy A32 4G, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা
26 Feb 2021
আপনার Facebook Profile কে লুকিয়ে দেখছে, জানতে চান? জেনে নিন সহজ উপায়
25 Feb 2021
Vodafone idea-র 148 টাকার প্রিপেইড প্ল্যান সুবিধা এখন সারা দেশে, আনলিমিটেড কলিং এবং ডেটা পাওয়া যায়
25 Feb 2021
Xiaomi-র নতুন Mi Band 6 ভারতে শীঘ্রই হবে লঞ্চ, থাকতে পারে এই দুর্দান্ত ফিচার
25 Feb 2021
Jio, Airtel, Vi এবং BSNL-এর 50 টাকার কম দামে আসে এই প্রিপেইড প্ল্যান
25 Feb 2021