10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 120W ফাস্ট চার্জিং সহ Realme GT 7 Pro ফোন

রিয়েলমি গত বছর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন realme GT 7 Pro লঞ্চ করেছিল।

রিয়েলমি জিটি৭ প্রো ফোনটি 59,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে।

তবে এখন এই মডেলটি 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ছাড়ের পর রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের দাম কমে 50,999 টাকা হয় গেছে।

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ মডেলটি 65,999 টাকায় আনা হয়ছিল যা এখন 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ছাড়ের পর ফোনটি 55,999 টাকায় কেনা যাবে।

রিয়েলমি জিটি৭ প্রো তে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K স্ক্রিন। এটি 120Hz রিফ্রেশ রেট, 6500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে এতে Snapdragon 8 Elite চিপসেট অফার করা হয়েছে। এটি ভার্চুয়াল RAM এবং ফিজিকাল RAM সহ 28GB পর্যন্ত RAM সহ পেয়ার করা।

রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টাম দেওয়া। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টাম রয়েছে যা 50 মেগাপিক্সেল IMX906 OIS মেইন লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ পোট্রেট IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর পাওয়া যাবে।

রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি ফোনে 5800mAh টাইজন ব্যাটারি সহ আনা হয়েছে। এটি সিলিকন কার্বন এনোড ব্যাটারি। এতে 120W ফাস্ট চার্জিং দেওয়া।