9999 টাকার দামে Vivo T4 Lite 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

ভিভো সম্প্রতি ভারতে তার নতুন বাজেট 5G স্মার্টফোন Vivo T4 Lite 5G লঞ্চ করে দিয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6000mAh এর ব্যাটারি পাওয়া যাবে।

ভিভো টি৪ লাইট ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ 9,999 টাকা দামে লঞ্চ হয়েছে। 6GB+128GB স্টোরেজের দাম 10,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হয়েছে।

ভিভো টি৪ লাইট ৫জি ফোনে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 1600×720 পিক্সেল রেজোলিউশন এবং 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে নতুন ভিভো টি৪ লাইট ৫জি ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm চিপসেট।

ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা অফার করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ভিভো টি৪ লাইট ৫জি ফোনে 15W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।