50 মেগাপিক্সল Selfie Camera সহ Samsung Galaxy F55 5G ফোনে দুর্দান্ত ছাড়

20 হাজার টাকার কম দামের নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা Samsung Galaxy F55 5G আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 26,999 টাকা শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। 31 মে পর্যন্ত আপনি স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি সেরা অফারের সাথে কিনতে পারবেন।

এখন এই ফোনটি Flipkart সাইটে 20,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি আগেই 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আপনি চাইলে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে এই ফোনে 2000 টাকা ছাড় পাবেন। যার পরে এই ফোনের দাম কমে 18,999 টাকা হয় যাবে।

গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে কোম্পানি এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এতে 12,700 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে আপনার পুরনো ফোনে।