Best Smartphones Under rs 10000: 10 হাজারের কমে সেরা 5 ফোন, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি সহ আসে Samsung থেকে Motorola ফোন

HIGHLIGHTS

নতুন ফোন কেনার সময় গ্রাহকরা ফিচার হিসেবে ভাল ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি মতো ফিচার চান

কোম্পানিরা এখন কম দামে ফোনে দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে

10 হাজার টাকার দামে আসা এই ডিভাইসের লিস্টে Motorla এবং Samsung এর ফোন রয়েছে

Best Smartphones Under rs 10000: 10 হাজারের কমে সেরা 5 ফোন, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি সহ আসে Samsung থেকে Motorola ফোন

Best Smartphones Under rs 10000: কম দামে দুর্দান্ত ফিচার অফার করা একগুচ্ছ স্মার্টফোন বাজারে রয়েছে। নতুন ফোন কেনার সময় গ্রাহকরা ফিচার হিসেবে ভাল ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি মতো ফিচার চান। গ্রাহকদের এই চাহিদা দেখে কোম্পানিরা এখন কম দামে ফোনে দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে। এখানে আমরা বাজারে আসা কিছু স্মার্টফোনের বিষয় বলবো, যেখানে বড় ব্যাটারি সহ দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। 10 হাজার টাকার দামে আসা এই ডিভাইসের লিস্টে Motorla এবং Samsung এর ফোন রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola G35 5G

10 হাজার টাকার কম দামে আসা এই ফোনে আপনি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনে দেওয়া মেইন ক্যামেরা 50MP এর। এছাড়া এতে কোম্পানি 8MP এর একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 18W এর চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে 6.72-ইঞ্চির ডিসপ্লে অফার করে, যা 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এতে Unisoc T760 দেওয়া।

আরও পড়ুন: 7550mAh ব্যাটারি সহ আসছে Redmi এর শক্তিশালী ফোন, Snapdragon 8s Elite প্রসেসর সহ হতে পারে লঞ্চ

Poco M6 5G

Best Smartphones Under rs 10000

পোকো এর এই বাজেটে ফোনে 50MP AI মেইন লেন্স দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। প্রসেসর হিসেবে এতে পোকো ফোনটি ডাইমেনসিটি 6100+ চিপসেটে কাজ করে। ডিসপ্লে হিসেবে এতে 6.74-ইঞ্চির ডিসপ্লে রয়েছে যা 90Hz এর রিফ্রেশ রেটে কাজ করে।

Samsung Galaxy f06 5G

স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনটি 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ অপশনে আসে। এই ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP মেইন সেন্সর অফার করে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ফোনটি ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে।

Infinix Hot 50 5G

Infinix Hot 50

10 হাজার টাকার কম দামে আসা এই ফোনটি দুটি ক্যামেরা অফার করে। এতে 48MP মেইন লেন্স সহ একটি ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে প্রসেসর হিসেবে ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি সহ 18W চার্জিং সাপোর্ট দেওয়া।

Redmi 14C 5G

রেডমি 14সি 5জি ফোনটি 9999 টাকার কম দামে আসে। ফোনে রিয়ারে 50MP মেইন ক্যামেরা এবং সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রেডমির এই ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে এই ফোনে 5160mAh এর ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio এর ধামাকা, 100 টাকার রিচার্জে 90 দিন পর্যন্ত চলবে, লঞ্চ করল সবচেয়ে সস্তা JioHotstar প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo