Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের বিক্রি শুরু, মাত্র 9499 টাকা দাম

নতুন Samsung Galaxy F06 5G ফোনের আজ 20 ফেব্রুয়ারি থেকে সেল শুরু হয়ে গেছে। 

গ্যালাক্সি এফ06 5জি ফোনের 4GB RAM+ 128GB স্টোরেজ মডেলে দাম 9999 টাকা এবং  6GB RAM মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে।

কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনের কেনাকাটায় 500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার  করছে।

স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে 6.7-ইঞ্চির বড় HD+ ডিসপ্লে সহ 800 নিট ব্রাইটনেস সহ ডিসপ্লে রয়েছে।

প্রসেসর হিসেবে স্মার্টফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া।

এতে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ফ্রন্টে 8MP ক্যামেরা সেন্সর দেওয়া।

পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।