ইলন মাস্ক এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার সাথে সাথেই সংস্থায় একগুচ্ছ বদল শুরু হয় যায়। এবার থেকে টুইটার (Twittter) ইউজারদের তাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রতি মাসে একটি সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। নতুন ভেরিফিকেশন পদ্ধতি অনুযায়ী ইউজারদের নিজের প্রোফাইলে ব্লু টিক রাখতে কত টাকা খরচ করতে হবে, সেটা একটি টুইট করে জানালেন ইলন। বলে দি যে 2021 সালে ব্লু টুইটার লঞ্চ করা হয়।
Survey
✅ Thank you for completing the survey!
খবর অনুযায়ী টুইটারের পরিকল্পনা ছিল ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে প্রায় 20 ডলার অর্থাৎ প্রায় 1650 টাকা করে নেওয়া হবে। কিন্তু ইউজারদের বিরোধিতা পরে, শেষমেশ চার্জ কমিয়ে সেটা 8 ডলার অর্থাৎ 660 টাকা করে দেওয়া হয়।
টুইটার ব্লু টিকের মাসিক সাবস্ক্রিপশন চার্জ কমানোর পাশাপাশি, মাস্ক ইউজারদের জন্য কিছু নতুন এবং বিশেষ ফিচারও যুক্ত করেছে। মাস্ক বলেছেন যে এখন ইউজাররা স্প্যাম এবং স্ক্যাম থামাতে প্রায়রিটি ইন রিপ্লাই, মেনশন এবং সার্চ এর অপশন পাওয়া যাবে। এছাড়া, এখন ইউজাররা টুইটারে দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করতে পারবেন। এছাড়াও, টুইটার ইউজাররা এখন আগের তুলনায় অনেক কম বিজ্ঞাপন দেখতে পাবেন।
Twitter’s current lords & peasants system for who has or doesn’t have a blue checkmark is bullshit.
8 ডলার মাসিক সাবস্ক্রিপশন চার্জে কোন পরিবর্তন হবে না
ইলন মাস্ক টুইটার ভেরিফাই অ্যাকাউন্টের জন্য নির্ধারিত সাবস্ক্রিপশনে কোনো পরিবর্তন করা হবে না। আজ সকালে মাস্ক আরেকটি টুইট করেছেন। এই টুইটে, তিনি সাবস্ক্রিপশন চার্জের জন্য অভিযোগকারীদের অভিযোগ চালিয়ে যেতে বলেছেন তবে এখন এটি প্রতি মাসে মাত্র $ 8 থাকবে।
ইলন মাস্ক টুইটার কোম্পানি অধিগ্রহণের পরেই সংস্থার সিইও পরাগ আগরওয়াল-সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাই করা হয়েছে। এবার টুইটারের ব্লু টিকের পদ্ধতিতে বদল হতে চলেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile