VIVO NEX3 5G চিনে 64MP র ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে এল

HIGHLIGHTS

Vivo Nex3 5G ফোন চিনে এল

এই ফোনটিতে 64MP র ক্যামেরা আছে

ফোনটি সামনের মাস থেকে কেনা যাবে

VIVO NEX3 5G চিনে 64MP র ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে এল

অবশেষে ভিভো তাদের NEX 3 সিরিজ নিয়ে এসেছে। গত কাল চিনে এই NEX 3 ফোনটি 5G আর 4G ভার্সানে এসেছে। এটি গত কাল চিনের সাংহাইতে এসেছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের ফোন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo NEX3 ফোনের স্পেক্স আর ফিচার্স

সদ্য আশা এই ভিভো ফোনটিতে আপনারা একটি POLED ওয়াটারফল ফুল ভিউ ডিসপ্লে পাবেন যা 6.89 ইঞ্চির ডিসপ্লে অফার করে। আর এর স্ক্রিন টু বডি রেশিও 99.6%।

ফোনে আপনারা HDR10 সাপোর্ট পাবেন। আর এর সঙ্গে এই ফোনটি ওয়াইড কালার গ্যামেট আর লো ব্রাইটনেস আর অ্যান্টি ফ্লিকার যুক্ত। আর এ রস্নগে এই ফোনের ডিসপ্লে মাল্টি স্নেরিও অ্যাম্বিয়েন্ট লাইট যুক্ত আর এতে আপনারা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার পাবেন।

আমরা যদি এই ভিভো ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে এই Vivo NEX 3 ফোনে আপনারা 5G তে ব্যাকে রাউন্ড প্যানেলে ক্যামেরা পাবেন যা একটি 64MP র মেন ক্যামেরার স্নে 13MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন আর এই ফনে একটি টেলিক্সোপ আর ম্যাক্রো কেপেবেল ক্যামেরা আছে। Vivo NEX 3 5G ফোনে আপনারা এই ফোনের আপগ্রেডেট ক্যামেরাতে লাইফ স্প্লেন্ডার ডাউন সমস্ত ডিটেল নিতে পারবেন।

আর এই ফোনের 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে। Vivo NEX3 5G ফোনে আপনারা ফুল ভিউ ডিসপ্লে পাবেন।

আর এর সঙ্গে এই ফোনে কোম্পানি AI অ্যাল্গোরিদাম দিয়েছে আর এই ফোনে আছে VCAp র সাপোর্ট। এই ফোনে আপনারা ভগাল অডিও অভিজ্ঞতা পাবেন বলেও কোম্পানি জানিয়েছে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। ফোনটি 8GB আর 12GB র‍্যামে এসেছে। আর এই ফোনে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Vivo NEX 3 5G ফোনের দাম ও অন্যান্য ডিটেল

এই Vivo Nex 3 5G ফোনটি সামনের মাসে এশিয়া প্যাসিফিক, দক্ষিণ এশিয়া আর অন্য বাজারে কেনা যাবে।

এই ফোনের দাম CNY5,698 ($810/€730) আর Vivo Nex 5G 12GB র‍্যাম ভেরিয়েন্টের দাম CNY6,198 ($877/€800)।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo