Airtel নিয়ে এল ‘Big Byte’ প্ল্যান, দিচ্ছে 1000GB বোনাস ডাটা
ইউজার্সরা 100Mbps স্পিডের সঙ্গে এই বোনাস ডাটা পাবে
Airtel ঘোষণা করেছে, কোম্পানি তাদের ভারতীয় ব্রডব্যান্ড ইউজার্সদের 1000GB বোনাস ডাটা দেবে। এর জনযয কোম্পানি 'Big Byte' বোনাস ডাটা নিয়ে সসবে। এতে 100Mbps এর স্পিডে ডাউনলোড করা যাবে। আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (৮ ই আগস্ট)
Surveyএর জন্য কোম্পানি Rs 599 থেকে শুরু করে Rs 1999 মূল্যের প্ল্যান দিচ্ছে। তবে কোম্পানি দিল্লি আর এনসিআরে Rs 899 থেকে Rs 1799’র মধ্যে প্ল্যান দিচ্ছে।
যদি Rs 899 মূল্যের প্ল্যানের কথা বলা হয় তবে এতে 60GB ব্রডব্যান্ডের সঙ্গে 500GB পাওয়া যাচ্ছে। এতে 40Mbps এর স্পিড পাওয়া যাচ্ছে। এর পরে Rs 1099 দামের প্ল্যান আছে যাতে 100GB ডাটার সঙ্গে 1000GB বোনাস ডাটা 40Mbps এর স্পিডের সঙ্গে পাওয়া যাচ্ছে।
এছাড়া Rs 1299, Rs 1499 আর Rs 1799 মূল্যের প্ল্যানে 130GB, 160GB আর 225GB ব্রডব্যান্ড ডাটা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সমস্ত প্ল্যানে 1000GB বোনাস ডাটা পাওয়া যাচ্ছে। আর এতে 100Mbps স্পিড পাওয়া যাচ্ছে।
এই অফারটি নতুন DSL ব্রডব্যান্ড রেন্টাল প্ল্যানে পাওয়া যাচ্ছে। এই অফারটি 12 জুন 2017 সালের পরে নেওয়া প্ল্যানের ওপরই পাওয়া যাচ্ছে। এই ফ্রি ডাটা মেন ডাটা শেষ হওয়ার পরেও ব্যবহার করা যাবে।