Airtel একটি নতুন অফার নিয়ে এল, দাম Rs 244, প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এটি 70 দিনের জন্য ভ্যালিড

Airtel একটি নতুন অফার নিয়ে এল, দাম Rs 244, প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে

যেদিন থেকে জিও বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেই সময় থেকে অন্যান্য টেলিকম কোম্পানি গুলি খুব মুস্কিলে পরে গেছে। Airtel এর জন্যও এটি বেশ কঠিন সময়। কিন্তু এবার এয়ারটেল, জিওকে প্রতিযোগিতায় ফেলতে একটি নতুন অফার নিয়ে এসেছে। এই অফারটির দাম Rs. 244 ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এয়ারটেলের এই Rs 244 দামের প্ল্যানটির কথা যদি বলা হয় তবে এই অফারে ইউজার্সরা প্রতিদিন 1GB 4G ডাটা পাচ্ছে। এটি 70 দিনের জন্য ভ্যালিড। তবে এই অফারে শুধু এয়ারটেল নেটওয়ার্কেই আনলিমিটেড কল করা যাবে।

তবে এই অফারটি শুধু প্রিপেড ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে। এই অফারটি পেতে গেলে আপনার কাছে 4G সিম আর 4G হ্যান্ডসেট থাকা দরকার। তবে এই দামে জিওর বেশ কিছু অফার আছে।

নোটঃ  আমরা এই অফারটি একটি পুরানো এয়ারটেল নম্বরে পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সেই নম্বরে এই অফারটি পাওয়া যায়নি। তাই অনুমান করা হচ্ছে যে এই অফারটি কিছু বাছাই করা নম্বরে পাওয়া যাচ্ছে। আপনারা এয়েরটেল অ্যাপ বা সাইটে গিয়ে আপনাদের 4G সিমে এই অফারটি পাওয়ার চেষ্টা করুন।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo