জিওকে প্রতিযোগিতায় ফেলার জন্য এয়ারটেল নিয়ে এল নতুন একটি প্ল্যান, প্রতিদিন 3GB ডাটা আর আনলিমিটেড কল পাওয়া যাবে

HIGHLIGHTS

এয়ারটেলের এই অফারে ইউজার্সরা যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল আর এস্টিডি কলের সুবিধা পাবে

জিওকে প্রতিযোগিতায় ফেলার জন্য এয়ারটেল নিয়ে এল নতুন একটি প্ল্যান, প্রতিদিন 3GB ডাটা আর আনলিমিটেড কল পাওয়া যাবে

যেদিন থেকে রিলায়েন্স জিও বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসছে সেইদিন থেকে বাজারে হুলুস্থুলু পরে গেছে। জিও বাজারে Rs 19  থেকে শুরু করে Rs 9999 অব্দি বিভিন্ন দামের প্ল্যান রেখেছে। জিওকে প্রতিযোগিতায় ফেলতে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও এবার বাজারে বিভিন্ন সস্তার প্ল্যান নিয়ে আসছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার জিওকে প্রিজগিতায় ফেলতে এয়ারটেল বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এসছে। এই প্ল্যানের দাম Rs. 799। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডাটা পাওয়া যাবে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ হবে। এছাড়া এই প্ল্যানে ইউজাররা অন্য নেটওয়ার্কেও আনলিমিটেড লোকাল আর এসটিডি কল করতে পারবে।

আপনাদের বলে রাখি যে এয়ারটেলের আরও একটি প্লায়ন আছে যাতে কোম্পনি ইউজারদের প্রতিদিন 2GB ডাটা দিচ্ছে, এই প্ল্যানের দাম Rs 509। তবে যেসমস্ত ইউজারদের জন্য এই প্ল্যানটি কম বলে মনে হয় তাদের জন্য Rs 799 দামের প্ল্যানও আছে।

এছাড়া এয়ারটেল Rs 349 এর একটি প্ল্যান দিচ্ছে। যাতে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যায়।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo