জিও Xiaomi Mi Max 2 এর সঙ্গে 100GB ডাটা দিচ্ছে

HIGHLIGHTS

এই ফ্রি ডাটা শুধু 31 মে 2018 অব্দি পাওয়া যাবে

জিও Xiaomi Mi Max 2 এর সঙ্গে 100GB ডাটা দিচ্ছে

আপনি যদি জিওর ইউজার্স হন আর আপনি Xiaomi Mi Max 2 কেনেন তবে আপনি জিওর তরফ থেকে 100GB ডাটা ফ্রি পাবেন। এই অফারটি সাওমি Xiaomi Mi Max 2 এর সঙ্গে পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডাটা পেতে হলে ইজার্সদের Xiaomi Mi Max 2 এর সঙ্গে জিওর সিম ব্যবহার করতে হবে, আর Rs. 309 এর রিচার্জ করলে ইউজার্সরা 10GB অতিরিক্ত ডাটা পাবে। একজন ইউজার 10 বার রিচার্জ করতে পারবে মানে মোট 100GB ডাটা পাওয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

আপনাদের বলে রাখি যে, Xiaomi Mi Max 2 কালই ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে Xiaomi Mi Max 2 স্মার্টফোনের দাম Rs. 16,999 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি 27 জুলাই থেকে কোম্পানির অনলাইন স্টোর আর অন্যন্য অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে।

Xiaomi Mi Max 2 ফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য ফোনটির 5300mAh এর ব্যাটারি, কোম্পানি দাবি করেছে যে এটি দুদিনের ব্যাটারি ব্যাকাপ দেয়। এই ফোনটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। এক ঘন্টায় এটি 68% ব্যাটারি চার্জ করে দেয়।

Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের MIUI8 এ কাজ করে। এই ফোনটির ডিসপ্লে 6.44-ইঞ্চির ফুল HD ডিসপ্লে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এটি অ্যাড্রিনো 506 GPU যুক্ত। এই ফোনের র‍্যাম 4GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB’র, স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব।

 

এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চারের সঙ্গে আছে। এর সঙ্গে এতে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এই ফোনে 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটি 4G VoLTE ফিচার যুক্ত। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo