HIGHLIGHTS
রিলায়েন্স জিওর এই Rs. 399 মূল্যের প্ল্যানে তিন মাসের জন্য 84GB 4G ডাটা পাওয়া যাচ্ছে
বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হল জিও। এই প্ল্যানটির দাম Rs. 399 করা হয়েছে। আর এতে 84 দিনের জন্য ইউজার্সরা 84GB ডাটা পাচ্ছে।
Surveyএই অফারে ইউজার্সরা প্রতিদিন 1GB ডাটা পাবে। 1GB ডাটার পরে ইউজার্সরা 128kbps এর স্পিড পাবে। এর সঙ্গে ইউজার্সরা ফ্রি কলের সুবিধাও পাবে আর ইউজার্সরা জিও অ্যাপের সুবিধাও পাচ্ছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও তাদের 4G পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছিল। সেই সময় থেকেই টেলিকম বাজারে একটা ঝড় বয়ে চলেছে। রিলায়েন্স জিও আসার পরে অন্যান্য টেলিকম কোম্পানি গুলির জন্য প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে।