এবার জিএসটি’র জন্য স্পেশাল অফার নিয়ে হাজির জিও

HIGHLIGHTS

যাতে ২৪ জিবি অব্দি ফ্রি ৪জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল পাবেন গ্রাহকরা

এবার জিএসটি’র জন্য স্পেশাল অফার নিয়ে হাজির জিও

দেশে নতুন পণ্য-পরিষেবা কর বা জিএসটি চালু হয়েছে। জিএসটি কি বা তার ফলে কি হবে এই নিয়ে মানুষের সংশয় এখনও কাটেনি এর মধ্যেই টেলিকম জায়েন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা রিলায়েন্স জিও এই জিএসটির জন্য নিয়ে এল একটি নতুন অফার। এই নতুন অফারে প্রায় ২৪ জিবি ফ্রি ৪জি ডেটা দিতে চলেছে কোম্পানি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই পরিষেবাটি ঠিক কি আর কিভাবেই বা পাবেন এই পরিষেবা? কোম্পানির তরফে জানানো হয়েছে যে, নতুন স্টার্টার কিট এনেছে তারা। জিও ওয়াইফাই ডিভাইসের জন্য এই কিট পাওয়া যাবে। যাতে ২৪ জিবি অব্দি ফ্রি ৪জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল পাবেন গ্রাহকরা। এই কিটের দাম ১৯৯৯ টাকা।

জিএসটি সুবিধা প্রোভাইডার কর্মসূচির অংশ কোম্পানির। নতুন জিএসটি আইনে করদাতাদের সুবিধা করতেই এই কর্মসূচি। জিএসটি স্টার্টার কিটের সঙ্গেই থাকবে জিএসটি ট্যাক্স সলিউশন। যেখানে গ্রাহকদের রেকর্ড রাখা থাকবে সুবিধা হবে রিটেলারদের।

এই কিটটি পেতে গেলে আপনাকে জিওর ওয়েবসাইটে গিয়ে এই কিটটি অর্ডার করতে হবে। এরপর যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে জিও সিম নিতে হবে। দুটিই হাতে এলে ফের সাইটে গিয়ে কিছু জরুরি তথ্য দিতে হবে। ব্যস তারপরই আপনি এই পরিসেবাটি পেতে পারবেন।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo