এক মাসের ভ্যালিডিটির সঙ্গে আসবে জিওর সবথেকে সস্তা প্ল্যান

HIGHLIGHTS

এই অফারটিতে জিও প্রাইম ইউজার্সরা আর নন প্রাইম ইউজার্সরা আলাদা আলাদা ডাটা পাবে

এক মাসের ভ্যালিডিটির সঙ্গে আসবে জিওর সবথেকে সস্তা প্ল্যান

রিলায়েন্স জিও যেদিন থেকে তাদের 4G পরিষেবা নিয়ে বাজারে এসেছে সেইদিন থেকে ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে আছে। রিলায়েন্স জিওর জন্য অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও তাদের টেলিকম পরিষেবা অনেক সস্তা করে দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কিছুদিন আগেই রিলায়েন্স জিও তাদের কিছু নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। এতে একদিন থেকে শুরু করে এক বছর অব্দি ভ্যালিডিটির সঙ্গে আসা এক গুচ্ছ প্ল্যান ছিল। আমরা আপনাদের জিওর সবথেকে সস্তা প্ল্যান যার ভ্যালিডিটি 28 দিনের সেই প্ল্যানের কথা বলব। 28 দিনের ভ্যালিডিটি যুক্ত জিওর আরও কিছু প্ল্যান আছে।

জিওর Rs. 149 দামের প্ল্যানে জিও প্রাইম ইউজার্সরা 28 দিনের ভ্যালিডিটি পাচ্ছে। এর সঙ্গে তারা লোকালা আর STD কলের সঙ্গে রোমিংও ফ্রি পাচ্ছে। এতে 2GB ডাটাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে 300SMS ও ফ্রি। এর সঙ্গে জিও অ্যাপসের সাবস্ক্রপিশনও পাওয়া যায়।

এই অফারে নন প্রাইম জিও ইউজার্সরা 1GB ডাটা পাবে। ইউজার্সরা 28 দিনের ভ্যালিডিটি পাবে আর সঙ্গে থাকছে লোকাল আর STD কলের সঙ্গে রোমিং ফ্রি পাওয়া যাচ্ছে। যাচ্ছে। এই প্ল্যানে 300SMS ও ফ্রি। এর সঙ্গে জিও অ্যাপসের সাবস্ক্রপিশনও পাওয়া যায়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo