এবার ভোডাফোন আন নতুন অফার, ক্যাবে চাপলেই দেবে ফ্রিতে 4G ডাটা

HIGHLIGHTS

যারা এরকম করবেন তারা ৪ জিবি অব্দি ডাটাও ফ্রিতে পাবেন

এবার ভোডাফোন আন নতুন অফার, ক্যাবে চাপলেই দেবে ফ্রিতে 4G ডাটা

এখন প্রায় প্রতিদিনই বিভিন্ন টেলিকম কোম্পানি গুলি বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে। এবার ভোডাফোন তেমনি আরও একটি অফার নিয়ে হাজির হল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

খবর পাওয়া গেছে যে  ভোডাফোন জানিয়েছে এবার ক্যাবে চড়লেই বিনামূল্যে ফোর-জি সিম ও ডাটা দেব ভোডাফোন। তবে যে কোনও ক্যাবে চড়লেই যে এ অফার পাওয়া যাবে তা নয়৷ মেরু ক্যাবস, ইজি ক্যাবস, মেগা ক্যাবস-এর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ যাঁরা এই ক্যাবগুলিতে চড়বেন, তাঁদের কাছে থ্রি-জি সিমকে ফোর-জি তে আপগ্রেডের একটা সুযোগ থাকছে৷ প্রিপেড ও পোস্ট পেড দুই ধরনের সিমের জন্যই তা প্রযোজ্য৷ আপগ্রেডেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে ক্যাবগুলিতেই৷ যাত্রীদের শুধু কিটের নির্দেশ মেনে তা করতে হবে৷

আরও দেখুনঃ Nokia 3310

শুধু তাই নয় যারা এরকম করবেন তারা ৪ জিবি অব্দি ডাটাও ফ্রিতে পাবেন।

জিও-কে কড়া টক্করে ফেলতে ও গ্রাহক ধরে রাখতেই এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে৷ তবে আপাতত এই সুবিধা শুধু দিল্লিতেই পাওয়া যাবে। 

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo