ভারতীয় 4G LTE ডাটা কার্ড মার্কেটেও রিলায়েন্স জিও সবার আগে

HIGHLIGHTS

রিলায়েন্স জিও 4G LTE ডাটা কার্ড বাজারে হুইয়াই সরিয়ে প্রথম স্থান নিয়েছে

ভারতীয় 4G LTE ডাটা কার্ড মার্কেটেও রিলায়েন্স জিও সবার আগে

2016-2017 সালের আর্থিক বছরের দ্বিতীয়াংশে ভারতীয় 4G LTE ডাটা কার্ডের বাজারে হুইয়াই কে পিছনে ফেলে রিলায়েন্স জিও প্রথম স্থান অধিকার করেছে। বছরের প্রথমাংশে রিলায়েন্স জিওর মার্কেট শেয়ার 12% ছিল, কিন্তু জিও আর্থিক বছর 2016-2017’র দ্বিতীয়াংশে 77% মার্কেট শেয়ার পেয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর যদি হুয়াইয়ের কথা বলা হয় তবে বছরের প্রথমাংশে তাদের কোম্পানির মার্কেট শেয়ার 33% ছিল, সেখানে বছরের দ্বিতীয়াংশে কোম্পানির মার্কেট শেয়ার 10% কমে গেছে।

যদি 2016-2017  আর্থিক বছরের দ্বিতীয় অংশের ভারতীয় বাজারের গ্রোথের দিকে দেখা যায় তবে, দেখা যাবে যে এই বাজারে 107% বৃদ্ধি হয়েছে।

তবে রিলায়েন্স জিওর এই গ্রোথের পেছনে কারন হিসাবে কোম্পানির দেওয়া অনেক অফারকে ধরা যেতে পারে। কোম্পানি তাদের ডাটা কার্ডের মাধ্যমে ফ্রি ডাটাও দিচ্ছে। এর সঙ্গে কোম্পানি কিছু এক্সচেঞ্জ অফারও 4G ডাটা কার্ড কেনার সময় দিচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo