রিলায়েন্স কমিইউনিকেশন মাত্র Rs. 16.66 তে দিচ্ছে 1GB ডাটা

HIGHLIGHTS

তবে এই অফারটি শুধু কোম্পানির 4G সার্কেলেই পাওয়া যাবে। এর মধ্যে নিউ দিল্লি, মুম্বাই, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ আর মধ্যে প্রদেশ অন্তর্গত

রিলায়েন্স কমিইউনিকেশন মাত্র Rs. 16.66 তে দিচ্ছে 1GB ডাটা

ভারতীয় টেলিকম বাজারের স্মাপ্রতিক ট্রেন্ড লক্ষ্য করে রিলায়েন্স কমিউনিকেশন একটি নতুন অফার নিয়ে এসেছে। এবার কোম্পানি তাদের পোস্টপেড প্ল্যানে 28% এর ডিস্কাউন্ট দিচ্ছে, এই ডিস্কাউন্ট এক বছরের জন্য পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এই অফারটি পেতে হলে কোম্পানির পোর্টালে যেতে হবে। তবে এই অফারটি শুধু কোম্পানির 4G সার্কেলে পাওয়া যাবে। এর মধ্যে নিউ দিল্লি, মুম্বাই, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ আর মধ্যে প্রদেশ অন্তর্গত।

এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম যে, এই প্ল্যানটি অনলাইন নিতে হবে আর সিম ইউজারদের এই অফারটি ডেলিভার করে দেওয়া হবে। এতে মাত্র Rs. 699, Rs. 499 আর Rs. 299 মূল্যের প্ল্যান পাওয়া যাচ্ছে। ডিস্কাউন্টের পরে এই প্ল্যান গুলি Rs. 499, Rs. 399 আর Rs. 239 তে পাওয়া যাবে। দেখতে গেলে দেখা যাবে যে এর ফলে একবছরের জন্য ইউজার্সরা Rs. 2400 ‘র ডিস্কাউন্ট পাবে।

Rs. 499 মূল্যের প্ল্যানে 30GB (4G/3G/2G) ডাটা পাওয়া যাচ্ছে, এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, লোকাল আর STD কল যে কোন নেটওয়ার্কে করা যাবে, এটি 30 দিনের জন্য বৈধ হবে। আবার Rs. 399 মূল্যের প্ল্যানে 15GB ডাটা আর আনলিমিটেড কল 30দিনের জন্য পাওয়া যাবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo