Nokia 3 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি কাল ভারতে লঞ্চ হবে

HIGHLIGHTS

Nokia 3 এর প্রতিযোগিতা সাওমি রেডমি 4 এর সঙ্গে হবে

Nokia 3 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি কাল ভারতে লঞ্চ হবে

HMD গ্লোবাল কাল ভারতে তাদের তিনটি স্মার্টফোন Nokia 3, Nokia 5 আর Nokia 6 লঞ্চ করতে চলেছে। এর জন্য কোম্পানি একটি লঞ্চিং ইভেন্টের আয়োজন করতে চলেছে। সম্প্রতি কম্পানি মিডিয়াকে একটি লঞ্চ ইভেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আসা করা হছে যে Nokia 3, Nokia 5 আর Nokia 6 কে এই ইভেন্টে লঞ্চ করা হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে নোকিয়া 3 এর দাম Rs. 9,792। এই ফোনটিতে 5ইঞ্চির ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাস যুক্ত। এই ফোনটি মিডিয়াটেক 6737 SoC তে কাজ করে। এই ফোনে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ডিভাইসের ব্যাটারি 2650mAH এর। এই ফোনটিতে প্রাইমারিআর সেকেন্ডারি ক্যামেরা দুটিই 8 মেগাপিক্সালের। এই ফোনটি সিলভার, মেটাল ব্ল্যাক, টেম্পার্ড ব্লু আর কপার হোয়াইট কালারে পাওয়া যাবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0তে কাজ করে।

নোকিয়া 5 এ 5.2 ইঞ্চির কমপ্যাক্ট HD ডিসপ্লে আছে। এই ফোনটিতে 2GB র‍্যাম দেওয়া হয়েছে এছাড়া এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH।

নোকিয়া 5এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র যাকে 128GB  অব্দি বাড়ানো স্মভব। এছাড়া নোকিয়ার এই নতুন ফোনটিতে ইউজার্সরা গুগল ড্রাইভের মাধ্যমে আনলিমিটেড স্টোরেজ করতে পারবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট আছে। এই ফোনটি টেম্পার্ট ব্লু, সিলভার, মেটাল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এই ফোনটির দাম Rs. 13,301 ।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo