Oneplus 3,3T পাচ্ছে OxygenOS 4.1.5 এর আপডেট

HIGHLIGHTS

কোম্পানি এই আপডেটের সেল আউট শুরু করে দিয়েছে

Oneplus 3,3T পাচ্ছে OxygenOS 4.1.5 এর আপডেট

চিনের ফোন কোম্পানি Oneplus এর স্মার্টফোন Oneplus 3T এবার অ্যান্ড্রয়েড 7.1.1 বেসড OxygenOS 4.1.5 এর আপডেট পাবে। কোম্পানি এই আপডেটের সেল আউট শুরু করে দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই আপডেটের পরে এই স্মার্টফোনটিতে সিস্টেম পুশ নোটিফিকেশন রিসিভ করা যাবে। এই আপডেটের মাধ্যমে কোম্পানি কিছু নেটওয়ার্কে সেটিংসও আপডেট করবে। এছাড়া কোম্পানি তাদের কমিউনিটি অ্যাপের আপডেটও করেছে।

আপনাদের বলে রাখি যে কোম্পানি কিছু দিন আগে জানিয়েছিল যে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে। ফোনটিতে একটি 5.5-ইঞ্চির FHD AMOLED ডিসপ্লে 1920x1080p’র সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যা গোরিলা গ্লাস 4 দ্বারা সুরক্ষিত। এতে 16MP’র রেয়ার ক্যামেরা সোনি IMX298 সেন্সারের সঙ্গে দেওয়া হয়েছে এর সঙ্গে এতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটির ব্যাটারি 3400mAh এর। এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 821 চিপস্টেক আছে। এই ডিভাইসটি র‍্যাম 6GB’র। এই ডিভাইসে অক্সিজেন অপারেটিং সিস্টেমের অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। 

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo