রিলায়েন্স জিও খুব কম দামে লঞ্চ করবে 4G VoLTE ফিচার ফোন

HIGHLIGHTS

এই ফিচার ফোনটির প্রোডাকশান শুরু হয়ে গেছে

রিলায়েন্স জিও খুব কম দামে লঞ্চ করবে 4G VoLTE ফিচার ফোন

রিলায়নেস জিও খুব তাড়াতাড়ি তাদের 4VoLTE ফিচার ফোনটি লঞ্চ করবে। এই ফোনটি দুটি আলাদা প্রসেসারের সঙ্গে দুটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে। এই ফিচার ফোনটির প্রোডাকশান শুরু হয়েগেছে। এই ফিচার ফোনটি রিলায়েন্স জিও 4G এর সঙ্গে আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফিচারফোনটি একটি কম দামি ফিচার ফোন হবে যা জিও সিম সাপোর্ট করবে, আর এছাড়া এটি জিও অ্যাপও সাপোর্ট করবে। এই ফোনটিতে কোয়াল্কম চিপ ভেরিয়েন্ট আর স্প্রেডটাম প্রসেসার ভেরিয়েন্ট থাকবে।  দাম হবে Rs. 1,800  আর Rs. 1,740 ।

এও খবর পাওয়া গেছে যে কোম্পানি এই ফিচার ফোনটি সাবসিডির সঙ্গে Rs 999-1,500  তেও নিয়ে আসতে পারে। এই ডিভাইসে 2.4 –ইঞ্চির স্ক্রিন, 512MB’র র‍্যাম, 4GB ইন্টারনাল স্টোরেজ, 2  মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা এর একটি VGA ফ্রন্ট ক্যামেরা যুক্ত হবে।

এই ডিভাইসটিতে 4G কানেক্টিভিটির সঙ্গে ওয়াই ফাই, NFC আর GPS থাকবে। এছাড়া এই ডিভাইসে  MyJio, JioTV, JioCinema আর JioMusic এর মতন অ্যাপ গুলি আগে থেকেই ইন্সটল্ড থাকবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo