Jio’র 4G ডাউনলোড স্পিড এপ্রিলে সবথেকে বেশিঃ ট্রাই

HIGHLIGHTS

Reliance Jio এপ্রিলে এখনও অব্দি সবথেকে বেশি স্পিডের ডাউনলোড 19.12mbps এর স্পিড পেয়েছে

Jio’র 4G ডাউনলোড স্পিড এপ্রিলে সবথেকে বেশিঃ ট্রাই

এপ্রিল মাসে Reliance Jio’র 4G ডাউনলোড স্পিড অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় সবথেকে বেশি ছিল। জিও এপ্রিলে 19.12mbps এর স্পিড পেয়েছে। এই খবরটি ট্রাই দিয়েছে। ট্রাই MySpeed অ্যাপ্লিকেশেনের মাধ্যমে ডাটা ডাউনলোড স্পিডের পরিসংখ্যান করে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এপ্রলি মাসে জিওর স্পিড 19.12mbps  ছিল, কিন্তু মার্চ মাসে এই স্পিড ছিল 18.48mbps। বিগত চার মাস ধরে জিও স্পিডের ক্ষেত্রে সবার আগে।

অন্যান্য টেলিকম কোম্পানির কথা যদি বলা হয় তবে এপ্রিল মাসে আইডিয়া সেলুলার এর নেটওয়ার্ক স্পিড ছিল 13.70mbps  আর ভোডাফোনের স্পিড ছিল 13.38mbps ।

সোর্সঃ

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo