মাত্র 144 টাকায় আনলিমিটেড লোকাল ও STD কলিং দেবে BSNL

HIGHLIGHTS

গ্রাহকদেক জন্য নতুন বছরের উপহার নিয়ে এল BSNL৷ নতুন বছরে গ্রাহকদের জন্য আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং প্ল্যান লঞ্চ করল BSNL৷

মাত্র 144 টাকায় আনলিমিটেড লোকাল ও STD কলিং দেবে BSNL

বছরের শুরুতেই সরকারি সংস্থা BSNL -এর চমক। 144 টাকা রিচার্জ করলেই মাসে STD ও লোকাল কল ফ্রি। সঙ্গে 300 MB ইন্টারনেট ডেটা। প্রিপেড ও পোস্টপেড, দুই ধরনের পরিষেবাতেই এই সুবিধা মিলবে। পাশাপাশি, দেশজুড়ে চার হাজার চারশোটি ওয়াইফাই হটস্পট জোনও তৈরি করবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। গ্রামীণ এলাকায় পরিষেবা পৌছে দিতে ভারত সরকারের থেকে পঁচিশশো মেগা হার্জের স্পেকট্রাম কিনেছে BSNL।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : নতুন বছরে পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে নকিয়া

১৪৪ টাকার নতুন এই প্ল্যানে এক মাস পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করা যাবে ৷ জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ প্রতিযোগিতার বাজারে একে অপরকে টেক্কা দিতে ও গ্রাহক টানতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে এসেছে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি৷ এবার সে পথেই হাঁটল BSNL৷

উল্লেখ্য, এর আগে মাত্র ৯৯ টাকার রিচার্জে বিএসএনএল প্রিপেড দিচ্ছিল বিশাল সুবিধা। ২৮ দিনের জন্য BSNL টু BSNL আনলিমিটেড কলের সুযোগ, সঙ্গে ডেটা অফার।

আরও দেখুন : কুলপ্যাড কুল 1 স্মার্টফোন ভারতে লঞ্চ, মুল্য 13,999 টাকা

আরও দেখুন : জিও 'হ্যাপি নিউ ইয়ার অফার' নিয়ে ট্রাইয়ের কোপে জিও

আমাজন থেকে কিনুন Rs 10,999 টাকায় Coolpad Note 5

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo