এবার ভারতেও মিলবে 5G নেটওয়ার্ক!

HIGHLIGHTS

4G নেটওয়ার্কের পর এবার ভারতে আসতে পারে 5G। গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিতেই এই পরিষেবা ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এবার ভারতেও মিলবে 5G নেটওয়ার্ক!

4G নেটওয়ার্কের পর এবার ভারতে আসতে পারে 5G। গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিতেই এই পরিষেবা ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এখনই সেই নেটওয়ার এখানে চালু করা হবে কিনা তা নিয়ে এখনও টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন

মন্ত্রকের সচীব জে এস দীপক জানিয়েছেন, "গোটা বিশ্বে 2G নেটওয়ার্ক চালু হওয়ার প্রায় ২৫ বছর পর ভারতে তা প্রবেশ করে। এখানেই শেষ নয়, 3G নেটওয়ার্কের ক্ষেত্রেও বিশ্বের উন্নততম দেশগুলির সঙ্গে পাল্লা দিতে পারিনি আমরা। 4G-র ক্ষেত্রেও সময়টা নিছক কম নয়। বিশ্বজুড়ে 4G নেটওয়ার চালু হওয়ার প্রায় ৫ বছর পর তা এসেছে ভারতে। তাও এখনও গোটা দেশে তা চালু করা সম্ভম হয়নি।"

তাই এবার 5G নেটওয়ার্কের ক্ষেত্রে আর পিছিয়ে থাকতে চায় না  ভারত। তাই গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়েই ভারতেও অবিলম্বে চালু করা হতে পারে 5G নেটওয়ার্ক।

আরও দেখুন : বাজারে লঞ্চ করল সর্বাধুনিক আইফোন ওয়াটারপ্রুফ আইফোন 7, আইফোন 7 প্লাস

আরও দেখুন : বাজারে প্রস্তুত হলো LG V20 স্মার্টফোন, বিশ্বের প্রথম ফোন যা অ্যান্ড্রয়েড 7.0 নগাট দিয়ে সজ্জিত

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo