নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি দেদার ছাড়ে কেনার সুযোগ রয়েছে। মোটোরোলা এর G-Series এর এই ফোনটি 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
অ্যামাজন সাইটে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি সস্তায় কেনার সুযোগ রয়েছে। ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি লঞ্চের সময় 31,999 টাকা আনা হয়ছিল। কিন্তু কোম্পানি মোটোরোলা এজ 50 প্রো ফোনে 44 শতাংশ ছাড়ে সাথে লিস্ট করা।
আপনি যদি Amazon Pay Balance দিয়ে পেমেন্ট করেন তবে ফোনে অতিরিক্ত 1169 টাকা ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে 22,221 টাকা হয় যাবে। যার মানে ফোনে 9778 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
মোটোরোলা এজ 50 প্রো ফোনে রয়েছে 6.7 ইঞ্চি 1.5K poled কার্ভড ডিসপ্লে এবং 2000 nits পিক ব্রাইটনেস। প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে।
এজ 50 প্রো ফোনের রিয়ারে রয়েছে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 10MP টেলিফটো ক্যামেরা এবং 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 50MP সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 প্রো ফোনে 4500mAh ব্যাটারি রয়েছে যা 125W টার্বোপাওয়ার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।