Motorola ভারতের বাজারে আজ 24 নভেম্বর G-series এর আগামী প্রজন্মের স্মার্টফোন Moto G57 Power 5G লঞ্চ করেছে। ভারতে মোটো জি57 পাওয়ার 5জি ফোনের দাম 12,999 টাকা (অফারের সাথে) থেকে শুরু হয়।
মোটো জি57 পাওয়ার 5জি 12,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। এই দামটি ফোনের অফারের সাথে। আসল দাম ফোনের 13,999 টাকা।
মোটো জি57 পাওয়ার 5জি ফোনের বিক্রি 3 ডিসেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
মোটো জি57 পাওয়ার 5জি ফোনে 6.72 ইঞ্চি Full HD+ (2400p × 1080) ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস মোড 1050 নিট পর্যন্ত সাপোর্ট করে।
মোটো জি57 পাওয়ার 5জি ফোনে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট যা 4nm প্রসেসে তৈরি করা। এটি 8GB LPDDR4X RAM পর্যন্ত যা 24GB পর্যন্ত RAM বুস্ট দিয়ে বাড়ানো যাবে। এছাড়া এতে 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
মোটো জি57 পাওয়ার ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP Sony LYTIA™ 600 সেন্সর রয়েছে যা 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং তৃতীয় ক্যামেরা হিসেবে 2-in-1 লাইট সেন্সর সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে মোটো জি57 পাওয়ার ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে যা 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনটি 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।