নাথিং ফোন 3 অফারটি সেই ইউজারদের জন্য একটি ভাল বিকল্প যারা কম খরচে প্রিমিয়াম ফিচার পেতে চান। নাথিং ফোন 3 ডিভাইসটি তার লঞ্চ প্রাইস থেকে 33,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে।
নাথিং ফোন 3 তে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি পেরিস্কোপ লেন্স, একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং সেলফির জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে নাথিং ফোন 3 ডিভাইসে রয়েছে 5500mAh ব্যাটারি রয়েছে যা 65W চার্জিং সাপোর্ট করে। বলে দি যে কিছু মাস আগেই নাথিং ফোনটি বাজারে চালু করা হয়ছিল।