50MP ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোনে দেদার ছাড়

20000 কম দামে স্মার্টফোন কিনতে চান, তবে Samsung Galaxy M36 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দারুন ডিল। স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি দেদার ছাড়ে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এম36 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 18,999 টাকা দামে Amazon সাইটে লিস্ট করা। তবে কোম্পানি এতে 500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে গ্যালাক্সি এম36 5জি ফোনের দাম কমে 18,499 টাকা হয় যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম36 5জি তে থাকছে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। গ্যালাক্সি এম36 5জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে যা 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।

স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক One UI 7 এ কাজ করে। ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে।