7000mAh ব্যাটারি সহ Moto G67 Power ভারতে আসবে 5 নভেম্বর

Motorola এর নতুন স্মার্টফোন Moto G67 Power 5G ভারতে আগামী মাসে লঞ্চ হবে। মোটো জি67 পাওয়ার 5জি ভারতে 5 নভেম্বর লঞ্চ হবে। Flipkart-এ লাইভ করে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় যে ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে।

মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে Snapdragon 7s Gen 2 চিপসেট, 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।

মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার প্রাথমিক ক্যামেরা হবে 50MP Sony LYT-600 সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 

পাওয়ার দিতে ফোনে সিলিকন-কার্বন প্রযুক্তির উপর ভিত্তি করে 7000mAh ব্যাটারি থাকবে, যা একবার চার্জে 58 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হচ্ছে।

এটি Android 15-ভিত্তিক Hello UX-এ চলবে। ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট থাকবে। ফোনে MIL-810H মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং IP64 রেটিং থাকবে। ডিজাইনে থাকবে ভেগান লেদার ফিনিশ।