মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে Snapdragon 7s Gen 2 চিপসেট, 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
মোটো জি67 পাওয়ার 5জি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার প্রাথমিক ক্যামেরা হবে 50MP Sony LYT-600 সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।