200MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোনে দেদার অফার, 30 হাজারের ছাড়

এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Samsung Galaxy S25 Ultra হাজার হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

এই অফার Flipkart সাইটে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইটে Samsung Galaxy S25 Ultra ফোনটি বর্তমানে 1,04,395 টাকায় লিস্ট করা।

এই দামে ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ টাইটেনিয়াম সিলভার ব্লু কালার অপশন কেনা যাবে।

কোম্পানি এই ফোনটি বছরের শুরুতে 1,29,999 টাকা দামে লঞ্চ করেছিল। যার মানে এই ফোন প্রায় 26 হাজার টাকার ছাড়ে পাওয়া যাচ্ছে।

এছাড়া ফোনে 4000 টাকার কার্ড ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। দুটি অফার মিলিয়ে 30 হাজার টাকার ছাড় পেতে পারেন।

Samsung Galaxy S25 Ultra ফোনে 6.9- ইঞ্চির Quad HD+ ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটি Snapdragon 8 Elite এ কাজ করে।

এতে 200MP+50MP+50MP+10MP এর রিয়ার ক্যামেরা এবং 12MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া। ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে।