7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন হল 3500 টাকা সস্তা

আপনি যদি 15000 টাকার কম দামে 5জি ফোন কিনতে চান তবে এখনই সঠিক সুযোগ। ফ্লিপকার্ট সেলে Realme P4 5G ফোনে অফার দেওয়া হচ্ছে।

50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রিয়েলমি পি4 5জি ফোনটি ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফারেও কেনা যাবে।

রিয়েলমি পি4 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 16,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। এটি এই বছর আগস্ট মাসে 18,499 টাকা দামে লঞ্চ হয়েছিল।

ব্যাঙ্ক অফার হিসেবে কোম্পানি কিছু ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 14,999 টাকা হয় যাবে।

রিয়েলমি পি4 5জি ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1080×2392 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা 5জি চিপসেটে কাজ করে।

রিয়েলমি পি4 5জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 15 ভিত্তিক Realme UI 6.0 তে কাজ করে।