Vivo V60e 5G ফোনের সেল শুরু, 200MP ক্যামেরা ফোনে দেদার অফার

ভিভো ভারতে তার V-Series এর নতুন স্মার্টফোন Vivo V60e লঞ্চ করেছে। ভিভো ভি৬০ই ৫জি স্মার্টফোনে বিক্রি শুরু হয় গেছে। ভিভো ভি৬০ই ফোনের দাম 29,999 টাকা থেকে শুরু হয়।

ভিভো ভি৬০ই ফোনের বেস মডেল 8GB+128GB মডেলটি 29,999 টাকায় কেনা যাবে। তবে 8GB RAM+256GB মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। সবচেয়ে টপ মডেলটি প্রিমিয়াম ডিজাইন এবং এডভান্স ফিচার সহ আসে।

ভিভো ভি৬০ই ফোনের বেস মডেল 8GB+128GB মডেলটি 29,999 টাকায় কেনা যাবে। তবে 8GB RAM+256GB মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। সবচেয়ে টপ মডেলটি প্রিমিয়াম ডিজাইন এবং এডভান্স ফিচার সহ আসে।

ভিভো ভি৬০ই ফোনটি কোম্পানির প্রথম 200MP Ultra মেইন ক্যামেরা দেওয়া, যা Multi-Focal Portraits সাপোর্ট করে। এই ফোন ভারতের প্রথম AI ফেস্টিভাল পোট্রেট ফিচার সহ আসে।

প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো চিপসেট দেওয়া। এটি 4nm আর্কিটেকচারে ভিত্তিক।

ভিভো ভি৬০ই ফোনে 6.77-ইঞ্চির আল্ট্রা স্লিম কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনের ডিজাইন হাল্কা এবং স্লিক, তবে IP68 এবং IP69 ডুয়াল সার্টিফিকেশন ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট সহ আসে।

পাওয়ার দিতে ভিভো ভি৬০ই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া, যা 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এটি মাত্র 27 মিনিটে 1 শতাংশ থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।