আইকু এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এই আপকামিং স্মার্টফোনটি iQOO 15 নামে আসবে। আইকিউ ১৫ ফোনটি চীনে 20 অক্টোবর লঞ্চ হবে।
কোম্পানি এই ফোনে 6.85 ইঞ্চি 2K স্যামসাং ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে যা 508 PPI সাপোর্ট করবে।
আইকিউ ১৫ ফোন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ আসবে। চিপস্টার চ্যাট স্টেশন অনুযায়ী ফোনে কোম্পানি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে চলেছে।
এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে যা 100x জুম অফার করবে।
পাওয়ার দিতে আইকিউ ১৫ ফোনে 7000mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন ওয়্যারলেস চার্জিংও অফার করতে পারে।
অপারেটিং সিস্টেম হিসেবে, এই ফোন Android 16 ভিত্তিক originOS 6 আউট অফ দ্য বক্সে কাজ করবে। নতুন আইকিউ ১৫ ফোনটি ওয়াটারপ্রুফ বড় সহ আসতে পারে।