9000 টাকার কম দামে iQOO 5G ফোন, অ্যামাজন সেলে দেদার ছাড়

iQOO Z10 Lite 5G ফোনটি বাম্পার ডিসকাউন্ট এবং সেরা ডিল সহ Amazon GIF sale এ 9000 টাকার কম দামে বিক্রি হচ্ছে।

আপনি যদি কম বাজাটে পাওয়ারফুল ব্যাটারি এবং AI ক্যামেরা সহ ফোন খুঁজছেন তবে আইকিউ জি১০ লাইট সঠিক বিকল্প। আসুন আইকিউ ফোনের ডিলের বিষয় জেনে নেওয়া যাক।

আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি অ্যামাজন সেলে 9,998 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এই ফোনটি 13,999 টাকা দামে লিস্ট করা।

গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পাবেন, যার পরে ফোনটি 9999 টাকায় কেনা যাবে। এই দামে 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে।

Disclaimer: এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে!

আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া যা 90Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস লেভল 1000 নিট সাপোর্ট করে। 

আইকুর এই বাজেট স্মার্টফোন 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশনে আসে। প্রসেসর হিসেবে ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট পাওয়া যাবে।

পাওয়ার দিতে আইকিউ ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে।

আইকিউ জি১০ লাইট ফোনে 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া। এছাড়া ফোনে 2MP ডেপথ সেন্সর পেয়ার করা। সেলফি ক্যামেরা হিসেবে এতে 5MP লেন্স পাওয়া যাবে।