7000mAh ব্যাটারি সহ OPPO F31 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম

ওপ্পো ভারতে OPPO F31 Series এর তিনটি নতুন 5G Smartphone লঞ্চ করেছে। সিরিজে তিনটি ফোন ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো+ মডেল চালু করা হয়েছে।

ওপ্পো এফ৩১ ৫জি ফোনটি 22,999 টাকা দামে লঞ্চ হয়েছে। ওপ্পো এফ৩১ ৫জি এর বিক্রি 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফোনটি Flipkart, Amazon এবং Oppo e-store থেকে কেনা যাবে।

ওপ্পো এফ৩১ ৫জি ফোনে 6.5 AMOLED প্যানেল দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। এই ফোন মিডিয়াটেক 6300 এনার্জি চিপসেট দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফির ক্ষেত্রে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ডিভাইসে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত LPDDR4x RAM পেয়ার করা। ডিভাইসে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং অফার করা হয়েছে।