9000 এর বেশি সস্তায় বিক্রি হচ্ছে Realme 5G ফোনটি, রয়েছে 5200mAh ব্যাটারি

রিয়েলমি গত বছর Realme 13 Pro 5G লঞ্চ করেছিল। এখন এই রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে।

অ্যামাজন সাইটে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল 18,900 টাকায় লিস্ট করা।

গ্রাহকরা HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 17,400 টাকা হয় যাবে।

রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি জুলাই মাসে 26,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। এই হিসেবে ফোনে 9599 টাকা পর্যন্ত সস্তা হয় যাবে।

রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া।

পারফরম্যান্সের জন্য কোয়লকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এই স্মার্টফোন Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।

পাওয়ার দিতে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5200mAh ব্যাটারি অফার করে।

রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।