10000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোন

ভিভো টি৩ প্রো ৫জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart এ বিশেষ ছাড়ের সাথে কেনা যাবে। ভিভো ফোনে রয়েছে দুর্দান্ত 5500mAh ব্যাটারি ফাস্ট চার্জিং সহ আসে।

ভিভো ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 7000 টাকার ছাড়ের পর 22,999 টাকা দামে লিস্ট করা। এছাড়া কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড পেমেন্টে 3500 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 15,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ভিভো ডিভাইসে 6.77-ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সহ কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এটি 4500 নিটট পিক ব্রাইটনেস অফার করে।

প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেট পাওয়া যাবে। ডিভাইসটি Android 14 ভিত্তিক FunTouchOS 14 এর সাথে আউট-অফ-দ-বক্সে আসে।

ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ছাড়া 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সহ ডুয়াল লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

পাওয়ার দিতে এই ফোনে 5500mAh ব্যাটারি সহ 80W চার্জিং সাপোর্ট দেওয়া।