10000 টাকা সস্তা হল 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন

Samsung Galaxy A35 5G ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। লঞ্চ প্রাইস থেকে এই ফোনের টপ মডেল 10000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের টপ মডেলটি 8GB+256GB স্টোরেজ সহ 23,999 টাকা দামে ফ্লিপকার্ট লিস্ট করা। তবে লঞ্চের সময় গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 33,999 টাকা দামে আানা হয়েছিল।

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 6.6-ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে সহ আসে। এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে রয়েছে Exynos 1380 চিপসেট।

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের টপ মডেলটি 8GB+256GB স্টোরেজ সহ 23,999 টাকা দামে ফ্লিপকার্ট লিস্ট করা। তবে লঞ্চের সময় গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 33,999 টাকা দামে আানা হয়েছিল।

গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে এটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ  8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। এতে রয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।