6GB RAM + 128GB – 18,499 টাকা 8GB RAM + 128GB – 19,499 টাকা 8GB RAM + 256GB – 21,499 টাকা
রিয়েলমি পি৪ ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম 18,499 টাকা থেকে শুরু হয়। তবে কোম্পানি লঞ্চ অফারের আওতায় ফোনের বেস মডেলটি 14,999 টাকার শুরুর দামে বিক্রি করবে।
রিয়েলমি পি৪ ৫জি ফোনটি 1080x2392 পিক্সেল রেজোলিউশন সহ 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া।
রিয়েলমি পি৪ ৫জি ফোনটি মিডিয়াটেক Dimensity 7400 Ultra 5G চিপসেট সহ আসে। এছাড়া মোবাইল গেমিংয়ের ভাল পারফরম্যান্সের জন্য এতে HyperVision AI Chip দেওয়া হয়েছে।
রিয়েলমি পি৪ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন স্টিল গ্রে, ইঞ্জিন ব্লু এবং ফর্জ রেড কালার অপশনে কেনা যাবে।