Xiaomi অবশেষে ভারতে তার একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Redmi 15 5G আজ লঞ্চ করেছে। রেডমি ১৫ ৫জি ফোনে 7000mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে।
রেডমি ১৫ ৫জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা থেকে শুরু হয়। 8GB+128GB স্টোরেজ মডেলটি 15,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলে দাম 16,999 টাকা রাখা হয়েছে।
রেডমি ১৫ ৫জি ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেটে কাজ করে। এতে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পেয়ার করা।
রেডমি ১৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল AI সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে AI Sky, AI Beauty এবং AI Erase মতো ফিচার রয়েছে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে এই ফোনে।