পোকো আজ ভারতে তার নতুন বাজেট স্মার্টফোন Poco M7 Plus 5G লঞ্চ করেছে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনে 7000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 3 প্রসেসর অফার করা হয়েছে।
পোকো এম৭ প্লাস ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা রাখা হয়েছে।
নতুন পোকো এম৭ প্লাস ফোনের বিক্রি Flipkart থেকে 19 অগাস্ট থেকে বিক্রি করা হবে।
পোকো এম৭ প্লাস ৫জি ফোনে 6.9-ইঞ্চির Full-HD+ ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট, 850 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
এই ফোনে কোয়ালকম Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া। এই ফোনটি 6GB/8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।
পোকো এম৭ প্লাস ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। দুটি ক্যামেরা 1080p/ 30fps ভিডিও করতে সক্ষম।
পাওয়ার দিতে পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি 7000mAh ব্যাটারি সিলিকন-কার্বন ব্যাটারি অফার করে যা 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।