15000 টাকার কম দামে 7000mAh ব্যাটারি সহ Poco M7 Plus 5G ভারতে লঞ্চ

পোকো আজ ভারতে তার নতুন বাজেট স্মার্টফোন Poco M7 Plus 5G লঞ্চ করেছে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনে 7000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 3 প্রসেসর অফার করা হয়েছে।

পোকো এম৭ প্লাস ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা রাখা হয়েছে।

নতুন পোকো এম৭ প্লাস ফোনের বিক্রি Flipkart থেকে 19 অগাস্ট থেকে বিক্রি করা হবে।

পোকো এম৭ প্লাস ৫জি ফোনে 6.9-ইঞ্চির Full-HD+ ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট, 850 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

এই ফোনে কোয়ালকম Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া। এই ফোনটি 6GB/8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

পোকো এম৭ প্লাস ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। দুটি ক্যামেরা 1080p/ 30fps ভিডিও করতে সক্ষম।

পাওয়ার দিতে পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি 7000mAh ব্যাটারি সিলিকন-কার্বন ব্যাটারি অফার করে যা 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।