11 হাজার টাকা সস্তা হল 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন

স্যামসাং গত বছর মার্চ মাসে Galaxy A Series এর দুর্দান্ত ফোন Samsung Galaxy A55 5G স্মার্টফোন লঞ্চ করেছিল।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 45,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এটি 34,999 টাকা দামে লিস্ট করা।

গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করেছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি Exynos 1480 চিপসেটে কাজ করে।

এই ফোনে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এঙ্গেল এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।